Sylhet Today 24 PRINT

বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করাচ্ছে আফগানরা

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

প্রথম ইনিংসের বড় লিড দ্বিতীয় ইনিংসে আরও অনেক বাড়িয়ে নিয়েছে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে তাদের লিড ৩৭৪ রানের। ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানকে অল্পতে আটকে রাখার আশা পূরণ হয়নি বাংলাদেশের। শুরুটা বাজে হলেও দারুণভাবে সামলে নিয়ে এগিয়ে গেছে আফগানরা।

অভিষেক টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ওপেনার ইব্রাহিম জাদরান আউট হয়েছেন ৮৭ রানে। মিডল অর্ডারে আসগর আফগান প্রথম ইনিংসের ৯২ রানের পর এবার করেছেন ৫০। ৩৪ রানে অপরাজিত কিপার ব্যাটসম্যান আফসার জাজাই।

প্রথম ওভারে সাকিবের দুই উইকেটে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হলেও পরে ধরে রাখা যায়নি সেই ধারা। এলোমেলো লেংথে বল করে আফগান ব্যাটসম্যানদের কাজ সহজ করেছেন বোলাররা।

এই মাঠে শেষ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে জিতেছিল নিউ জিল্যান্ড। আফগানিস্তানের ইনিংস এখনও শেষ হয়নি। কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে, জিততে হলে আগের রেকর্ড ছাড়িয়েও অনেক দূর যেতে হবে বাংলাদেশকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.