Sylhet Today 24 PRINT

বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা এখনও শুরু হয়নি বৃষ্টির কারণে।

আগের দিন আলোকস্বল্পতায় একটু আগে খেলা শেষ হওয়ায় চতুর্থ দিনে খেলা শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট আগে। কিন্তু খেলা যখন শুরু হওয়ার কথা, উইকেট তখনও ঢেকে রাখা। চট্টগ্রামে চলছে মেঘ-বৃষ্টির খেলা।

শনিবার রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টি চলছে থেমে থেমে। রোববার সকাল থেকেও বদলায়নি চিত্র। ঢেকে রাখা হয়েছে উইকেট। ক্রিকেটাররা মাঠে এলেও বন্দি হয়ে আছেন ড্রেসিং রুমে।

বৃষ্টির বেগ অবশ্য বেশি নয়। তবে খেলা শুরু না হতে দেওয়ার জন্য যথেষ্ট।

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা ছিলই। শঙ্কা আছে থেমে থেমে দিনজুড়েই বৃষ্টি হওয়ার।

প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নেওয়া আফগানিস্তান তৃতীয় দিন শেষ করেছিল ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে। এগিয়ে আছে তারা ৩৭৪ রানে। বৃষ্টি থামার অপেক্ষায় চলছে নিশ্চয়ই তাদের প্রার্থনা। বাংলাদেশের জন্য এই বৃষ্টি বেশ উপভোগ্যই হয়ে ওঠার কথা।

সকাল ১০টার একটু পর থেমেছে বৃষ্টি। এরপর শুরু হয়েছে সুপারসপার দিয়ে পিচ কাভারের ওপর থেকে পানি সরানোর কাজ। উইকেটের কাভার সরানোর প্রস্তুতিও চলছে। আর বৃষ্টি না হলে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.