Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক  |  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

ম্যাচ জয় আফগানিস্তানের জন্য কেবলই সময়ের ব্যাপার। কিন্তু সেই সময় তারা পাবে তো। প্রবল বৃষ্টিতে খেলা শুরু হতে পারেনি চট্টগ্রাম টেস্টের শেষ দিনে।

চতুর্থ দিন শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মজা করে বলেছিলেন, বৃষ্টি বাঁচাতে পারে তাদেরকে। বাংলাদেশের জন্য সত্যিই আশার বার্তা নিয়ে শুরু হয়েছে শেষ দিনের সকাল। চট্টগ্রামের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি।

আগের দিন রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সোমবার সকাল থেকেও চলছে টানা। উইকেট ও চারপাশ ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় পানি জমে আছে।

এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্য দারুণ। বৃষ্টি থামার পর শুকাতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আকাশ যেভাবে ঘন কালো মেঘে ঢাকা, সহসা বৃষ্টি থামার ইঙ্গিত নেই।

৩৯৮ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে বাংলাদেশ কোনো লড়াই গড়তেও পারেনি চতুর্থ দিনে। ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে শেষ করেছিল দিন। আফগানরা তাই জয়ের দুয়ারে।

কিন্তু টেস্ট জুড়ে অসাধারণ পারফর্ম করেও আফগানরা এখন অপেক্ষায় শঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে । স্মরণীয় এক জয় থেকে নবীন টেস্ট দলটিকে বঞ্চিত করতে পারে বৃষ্টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.