Sylhet Today 24 PRINT

জয়রথ চলছেই ইতালির

স্পোর্টস ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ফিনল্যান্ডকে আবারও হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইতালি। ফিনল্যান্ডের মাঠে ‘জে’ গ্রুপে ম্যাচটি ২-১ গোলে জিতে নিয়েছে দলটি।

রোববার রাতে টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল দলটি। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

শুরুতেই এগিয়ে যেতে পারত ফিনল্যান্ড। তবে চতুর্থ মিনিটে সাউলির লক্ষ্যভ্রষ্ট হেডের পর টইভিয়োর হেডও লক্ষে থাকেনি। ২৩তম মিনিটে ইতালির আলেক্সান্দার ফ্লোরেঞ্জির শট খুঁজে পায়নি ঠিকানা।

এরপর চিরো ইমোবিলে, ফেদেরিকো সিসেদের প্রচেষ্টা ব্যর্থ হলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

৫৯তম মিনিটে ইমোবিলের হেডে এগিয়ে যায় ১৯৬৮ সালে প্রথম ও সর্বশেষ ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ইতালি।

৭২তম মিনিটে স্পট কিকে টিমু পুক্কি সমতায় ফেরান ফিনল্যান্ডকে। ডি-বক্সের মধ্যে স্তেফানো সেনসি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা ইতালি স্কোরলাইন ২-১ করে ৭৯তম মিনিটে জর্জিনিয়োর স্পট কিকে। ডি-বক্সে সাউলির হাতে বল লাগলে পেনাল্টিটি পায় আজ্জুরিরা। বাকিটা সময় এ গোল ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

রোববার গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-২ গোলে হারানো আর্মেনিয়া ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। নিজেদের মাঠে লিখটেন্সটাইনের সঙ্গে ১-১ ড্র করা গ্রিস ৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এই প্রথম পয়েন্ট পেল লিখটেন্সটাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.