Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৯

বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলা বাংলাদেশের জন্য স্বপ্নসম। এই স্বপ্ন বাস্তবায়নে প্রাক বাছাই শেষে বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের।

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় তাজিকিস্তানের দুশানবের পামির স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। সরাসরি খেলা দেখাবে বাংলা টিভি। এছাড়াও খেলাটি দেখা যাবে মোবাইল অপারেটর এয়ারটেল-রবির মাই স্পোর্টস অ্যাপে।

রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণে উঠে খেলা, এমনই পরিকল্পনা বাংলাদেশ কোচ জেমি ডের। সেখানে সুযোগ পেলেই গোল করে এগিয়ে যেতে হবে। কোচের নির্দেশনায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ারা অপেক্ষায় আছেন জয়ের। বললেন, ‘দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে হার ও অন্যটিতে ড্র হয়েছে। এই ম্যাচ দুটি থেকে আমরা ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আফগানিস্তান ভালো দল। তারা উইথ দ্যা বলে বেশ ভালো। তাদের সঙ্গে সেভাবেই লড়াই করতে হবে। আমরা সবাই এই ম্যাচটি খেলার অপেক্ষায় আছি। এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ আছে।’

রক্ষণে ইয়াছিন-বিশ্বনাথদের ওপর ভরসা রাখতে হচ্ছে। যেন প্রতিপক্ষ কোনও সুযোগ না পায়। অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিনও নিজেদের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন, ‘আমরা সবাই শতভাগ ফিট আছি। আশা করছি ভালো ফল আসবে। ম্যাচের দিন যদি নিজেদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করা যায় তাহলে ইতিবাচক ফল সম্ভব।’

মিডফিল্ডার মামুনুল ইসলামও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটির বিপক্ষে লড়াই করতে চাইছেন। তবে তিনি মনে করেন ম্যাচটি সহজ হবে না, ‘আফগানদের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না। আমরা চাইবো তাদের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলতে। যেন র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে পারি। আমাদের দল এখন ভালো অবস্থানে আছে। সেরাটা দিয়েই ওদের কাছ থেকে পয়েন্ট আদায় করে নিতে হবে। সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে।’

ঘরোয়া ফুটবলে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা নাবীব নেওয়াজ জীবন। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় দলে গোল বঞ্চিত এই ফুটবলার। তবে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গোল পেতে চাইছেন তিনি। জীবনের লক্ষ্য, ‘আফগানিস্তান ভালো দল। তাদের বিপক্ষে গোল করাটা সহজ হবে না। তবে আমি চাইবো লক্ষ্যভেদ করতে। এটাই আমার প্রত্যাশা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.