Sylhet Today 24 PRINT

ফিওরেন্তিনার সঙ্গে জুভেন্টাসের ড্র

স্পোর্টস ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ইউরো বাছাই পর্বে দুরন্ত পারফরম্যান্স দিয়েই লিগ ফুটবল খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জ্বলে উঠতে পারলেন না। তাই তার দলও জয় পেল না। ফিওরেন্তিনার সঙ্গে গোল শূন্য ড্র করেছে জুভেন্টাস।

ফিওরেন্তিনার মাঠে শনিবার রাতে গোলের দেখা পায়নি কেউ।

প্রথম দুই ম্যাচেই হারা ফিওরেন্তিনা ছিল উজ্জীবিত। অন্যদিকে, আগের দুই রাউন্ডে শতভাগ সফল জুভেন্টাসের পারফরম্যান্স ছিল সাদামাটা। জাতীয় দলের হয়ে গত মঙ্গলবার লিথুয়ানিয়ার জালে চার গোল করা রোনালদোকেও সফলভাবে আটকে রাখে স্বাগতিকরা।

পঞ্চদশ মিনিটে জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বিপদ ডেকে আনেন। শেষ পর্যন্ত অবশ্য বল সামনে থাকা ফিওরেন্তিনার ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েজার পায়ে লেগে ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

৪১তম মিনিটে পোলিশ গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে আরও দুবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় ফিওরেন্তিনা। তবে তাদের দুটি প্রচেষ্টাই অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বাকি সময়েও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি রোনালদো-হিগুয়াইনরা। প্রথম দুই ম্যাচে জয়ের পর পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে মাওরিসিও সাররির দল।

টানা দুই জয়ের পর ড্র করল জুভ শিবির। চলতি মৌসুমে এই প্রথম ইতালিয়ান লিগ সিরি-এতে পয়েন্ট ভাগাভাগি করল জুভেন্টাস।

তিন ম্যাচ খেলে দুই জয় আর এক ড্রয়ে জুভেন্টাসের সংগ্রহ এখন ৭ পয়েন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.