Sylhet Today 24 PRINT

২০২০ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক  |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

কথা ছিল এবারের সাফ ফুটবলের আয়োজক হবে পাকিস্তান। তবে এখন সেটি আর হচ্ছে না। সিদ্ধান্ত পাল্টেছে। দ্বাদশ আসরটি বসতে যাচ্ছে বাংলাদেশে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামি বছর সেপ্টেম্বরে ঢাকায় গড়াবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি।

গত বছর সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল ঢাকায়। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে ২০২০ সালে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম কংগ্রেসে উপস্থাপন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

একই সাথে সাফ কংগ্রেসে নতুন কিছু সিদ্ধান্ত নেয়া হয়। ২০২১ সাল থেকে বিজোড় বছরগুলোতে আয়োজন করা হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

সাফ কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন সাফ ও বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ সাফ কমিটির সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.