Sylhet Today 24 PRINT

ঘরের মাঠে হার এড়াল আতলেতিকো, পারল না জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে প্রথমে দুই গোলে এগিয়ে গেল জুভেন্টাস, আর এরপর আতলেতিকো মাদ্রিদ সেই দুই গোল শোধ করে ড্র করে ম্যাচ। এমনই ঘটনা ঘটল চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে।

দশম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি তৈরি করে আতলেতিকো। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারদের এড়াতে পারলেও জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে পরাস্ত করতে পারেননি জোয়াও ফেলিক্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি আক্রমণে এগিয়ে যায় জুভেন্টাস। ৪৮তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে গনসালো হিগুয়াইন খুঁজে নেন হুয়ান কুয়াদরাদোকে। কলিম্বয়ান এই মিডফিল্ডার বাঁ পায়ের বুলেট গতির শটে বল পাঠান জালে।

আরেকটি প্রতি আক্রমণ থেকে ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আলেক্স সান্দ্রোর দারুণ ক্রসে ব্লেইস মাতুইদির হেড আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের গায়ে লেগে জালে জড়ায়।

চার মিনিট পর ব্যবধান কমায় আতলেতিকো। হোসে হিমেনেসের হেডে বল পেয়ে স্তেফান সাভিচের খুব কাছ থেকে নেওয়া হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না জুভেন্টাস গোলরক্ষকের।

খানিক পর হিগুয়াইনের শট ফিরিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক। ফিরতি বলে মাতুইদির শট গোললাইন থেকে ফেরান কিরান ট্রিপিয়ার।

৯০তম মিনিটে ট্রিপিয়ারের কর্নার থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন এক্তর এররেরা। স্কোরলাইনে আসে ২-২ সমতা।

যোগ করা সময়ে রোনালদোর শট থাকেনি লক্ষ্যে, ফলে সমতায় শেষ হয় ম্যাচ।

এই গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে বেয়ার লেভারকুজেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.