Sylhet Today 24 PRINT

আগামী জুনে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

আগামী বছরের জুন-জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব ক্রিকেট অপারেশন্স পিটার রোচ এ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

সূচী অনুযায়ী আগামী মাসেই দু’টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে আসার কথা ছিল দু’টি টেস্ট খেলার উদ্দেশ্যে। পিছিয়েছে দু’টি সিরিজই, টি-টোয়েন্টি সিরিজটি পিছিয়ে অনুষ্ঠিত হবে ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেক্ষেত্রে অবশ্য বিসিবির দেওয়া দু’টির পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাবে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আর ফেব্রুয়ারির দুই ম্যাচ টেস্ট সিরিজ পিছিয়ে অনুষ্ঠিত হবে ২০২০ সালের জুনে। মূলত ২০২০ সালের শুরু থেকেই বেশ ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জুলাইয়ে ইংল্যান্ড সফরের আগেই আছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। ফলে ফেব্রুয়ারির বাংলাদেশ সফর পেছানোতে বেশ আনন্দিত ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে বলতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, আমরা ২০২০ সালে বাংলাদেশ সফরে যাচ্ছি বলে আনন্দিত। দুই দেশের বোর্ডই অনুভব করছে নির্ধারিত সময়ে দুই ম্যাচ টেস্ট সিরিজটি অনুষ্ঠিত না হয়ে পরিবর্তিত সূচীতে হওয়ায় সুবিধাজনক হবে।

এ সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, আমরা ২০২০ সালে ফেব্রুয়ারিতে দুই টেস্ট আয়োজন করতে চেয়েছিলাম। তবে এখন এটি জুন-জুলাইয়ে খেলা হবে। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা আমাদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে। যদিও এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।

সর্বশেষ ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল অজিরা। সেবার টাইগাররা প্রথম টেস্ট জয়ের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.