Sylhet Today 24 PRINT

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন রানী হামিদ

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

২০তম বারের মত নারী জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন দাবাড়ু রানী হামিদ। মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে হারিয়ে এবারো শিরোপা জিতে নিলেন তিনি। গত বছরও নারী জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা উঠেছিল রানী হামিদের হাতে।

রানী হামিদ দেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার। তার জন্ম ১৯৪৪ সালে সিলেট জেলায়। ১৯৭৯ সালে জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন রানী হামিদ। তারপর থেকে নিয়মিতই শিরোপা জিতে আসছেন তিনি। নারী জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে একটানা প্রথম ছয় আসরেই তার হাতে শিরোপা ওঠে।

সদ্যই শেষ হওয়া ৩৯তম জাতীয় মহিলা দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। এ আসরে ৮ পয়েন্ট নিয়ে রানারআপ হন  জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন। ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় হন আহমেদ ওয়ালিজা  ও চতুর্থ স্থান লাভ করেন নাজরানা খান ইভা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.