Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি শিশু পরিবারে আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৯

সিলেট সরকারি শিশু পরিবারে আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম এসএসপি-এসএনপি।

বুধবার (৯ অক্টোবর) চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা। টিম এসএসপি-এসএনপি স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিকরা ৫-১ গোলে হারিয়েছে এনএফসি শুটিং স্টার ক্লাবকে।

সিলেট সরকারি শিশু পরিবারে স্বেচ্ছায় খেলাধুলা ও বিনোদন মূলক কার্যক্রম পরিচালনা করে এসএনপি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

সরকারি শিশু পরিবারের ফুটবল দল টিম এসএসপি-এসএনপিসহ বাইরের আরো কয়েকটি দল অংশ গ্রহণ করেছিলো টুর্নামেন্টে। গ্রুপ পর্বের ম্যাচে রানার্সআপ দল এনএফসি স্টারের কাছে ৪-১ গোলে হেরে ছিলো টিম এএসপিস-এসএনপি। ফাইনালে দুই দলের দেখায় গ্রুপ পর্বের সেই হারের দারুণ প্রতিশোধ নিয়ে এসএসপি-এসএনপির ফুটবলাররা। নাজিরের হ্যাট্রিকে ৫-১ গোলের দারুণ জয়ে শিরোপা জিতে দলটি। চ্যাম্পিয়নদের হয়ে অন্য দু'টি গোল করেছেন ইমরান হোসেন ও রবিউল ইসলাম।

রানার্সআপ এনএফসির হয়ে একটি গোল করেন রাজু। ফাইনাল সেরা খেলোয়াড় হন এনএফসির অধিনায়ক শাকিল।  টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন নাজির। টুর্নামেন্টে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে ইমরান হোসেন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এসএসপি-এসএনপির অধিনায়ক দেলোয়ার হোসেন।  

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  প্রধান অতিথি জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, বিশেষ অতিথি এস.এ. টিভির ব্যুরো চীফ আব্দুল আলীম শাহ, ফুটবল কোচ লিয়াকত আলী চেরাগ, আজিজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.