Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৯

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী কাতারের কাছে হেরে গেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল জেমি ডের দল।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল ডের শিষ্যরা।

সপ্তম মিনিটে সাদের ক্রস নাগালে পাননি অন্য সতীর্থরা। নবম মিনিটে রায়হানের থ্রোতে ইয়াসিন খান হেড করতে পারলে এগিয়ে যেতেও পারতো স্বাগতিকরা। ফিরতি বলে জামাল ভুঁইয়া শট নিয়েছিলেন, তবে তা লক্ষ্য খুঁজে পায়নি।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় কাতারের ডিফেন্ডারদের ভুলে এসেছিল দারুণ এক সুযোগ। স্বাগতিকরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

খানিকপরে আচমকাই গোল পেয়ে যায় কাতার। বাংলাদেশ রক্ষণে জটলার সুযোগে ডি-বক্সের ডানপ্রান্ত থেকে পাওয়া পাসে বামপ্রান্ত দিয়ে জোরাল শটে গোল এনে ২৮ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন অতিথি ফরোয়ার্ড ইউসুফ আব্দুরিসাগ।

এক গোলে পিছিয়ে পড়া বাংলাদেশের সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল ৪২ মিনিটে। কর্নার থেকে অধিনায়ক জামাল ভুঁইয়ার শট ডি-বক্সে পরা মাত্র পরপর তিন দফা লক্ষ্য বরাবর শট নেন স্বাগতিক ফুটবলাররা। প্রথম শট নেন বিপলু আহমেদ, যা কাতারের একজনের গায়ে লেগে ফেরার পর দ্বিতীয়বার শট নেন রহমত মিয়া। সেটি প্রতিহত হবার পর সাদউদ্দিন সাদের শটও খুঁজে পায়নি লক্ষ্য।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের বদলি হিসেবে মাঠে নামেন ফরোয়ার্ড মাহাবুবুর রহমান সুফিল। মাঠে নেমেই গতি বাড়ান খেলায়। ৭৪ থেকে ৭৮, এই চার মিনিটে অন্তত তিনবার বল জালে জড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের।

ম্যাচের ৭৪ মিনিটে বিপলু আহমেদের ক্রসে জামাল ভুঁইয়ার দারুণ এক শট হেড করে বাঁচান কাতারের বাসাম হুসাম। পরের মিনিটেই বদলি ফরোয়ার্ড মাহাবুবুর রহমান সুফিলের শট ফিস্ট করে ফেরান কাতার গোলরক্ষক।

পরে ৭৭ মিনিটে আবারও হতাশ হতে হয়েছে লাল-সবুজদের। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে বিপলুর দিকে বল এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এরপর জাল বরাবর যে ভলি করেছিলেন বিপলু, সেটি লক্ষ্যে থাকলে হয়তো ম্যাচের চিত্রই থাকতো অন্যরকম। আক্ষেপ নিয়ে শেষ হতো না ম্যাচ।

ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশের সমর্থকদের আরেকদফা হতাশায় ডোবান করিম বোডিয়াফ। ৯১ মিনিটে জটলার ভেতর থেকে আলতো পাসে গোল এনে ব্যবধান দ্বিগুণ করেন কাতারি মিডফিল্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.