Sylhet Today 24 PRINT

নিজের সেরা ডাবল সেঞ্চুরি বেছে নিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৯

নিজ ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এ ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। ২৫৪ রান করে অপরাজিত থাকেন কোহলি।

ডাবল সেঞ্চুরি দিয়ে কোহলি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের।

সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় চার নম্বরে আছেন কোহলি। এ তালিকায় ১২টি ডাবল সেঞ্চুরি করে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। এরপর আছেন যথাক্রমে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১১টি) ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৯টি)।

নিজের সেরা ডাবল সেঞ্চুরি বেছে নিতে বললে কোনটা বেছে নিবেন কোহলি? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটিই চমৎকার। অবশ্যই সব ডাবলেই ভালো লাগা কাজ করে। তবে যদি সেরা দুটির কথা বলা হয়, তাহলে আমি অ্যান্টিগা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও মুম্বাইয়ের (ইংল্যান্ডের বিপক্ষে) ইনিংসকে বেছে নেবো।’

এ দুটি ডাবল সেঞ্চুরি বেছে নেয়ার কারন হিসেবে কোহলি বলেন, ‘সব ডাবলই বিশেষ, তবে এই দুটি বেশি স্পেশাল। কারণ একটি ঘরের বাইরে অ্যাওয়েতে করেছিলাম। অন্যটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং কন্ডিশনে। খুব কঠিন ছিল।’

অধিনায়কত্ব তাকে আরো ভালো করতে সাহায্য করেছে বলে কোহলি জানান।

তিনি আরো বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে বড় স্কোর করতে ভুগতে হয়েছে আমাকে, তবে অধিনায়ক হওয়ার পর দৃশ্য পাল্টে গেছে। এখন আরও ফোকাস রেখে ব্যাট করতে পারি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.