Sylhet Today 24 PRINT

ভারতের মাটিতে ভারতকে কাঁপিয়ে বাংলাদেশের ড্র

স্পোর্টস ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৯

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ভারতের মাটিতে ভারতকে কাঁপিয়ে শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হয়েছে বাংলাদেশ।

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা দুই হারের পর প্রথম ড্রয়ের স্বাদ নিল জেমি ডের দল।

প্রথমার্ধের ৪২ মিনিটে জামাল ভুঁইয়ার দারুণ ফ্রি কিক লাফিয়ে ওঠা গুরপ্রিত সিংকে ফাঁকি দেওয়া বলে দূরের পোস্টে থাকা সাদউদ্দিন নিখুঁত হেডে বাংলাদেশ এগিয়ে যায়। বাকিটা সময় দুর্দান্ত খেলা বাংলাদেশ গোল হজম করল শেষ দিকে। জয়ের স্বপ্ন ভাঙলেও ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ল জেমি ডের দল। খুলল পয়েন্টের খাতা।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে হেডে সমতাসূচক গোলটি করেন ভারতের আদিল খান।

প্রথমার্ধের ৮ মিনিটের মধ্যেই দুই গোল ব্যবধানে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিলেন লেফট উইঙ্গার ইব্রাহিম। তাকে বক্সের মধ্যে ফেলে দেন ভারতের রাহুল ভেকে। পরিষ্কার দেখা গেছে, তাকে বেআইনিভাবে ফাউল করেছেন ভেকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় সে যাত্রায় বেঁচে যায় ভারত।

এরপর ৮ মিনিটের মাথায় ভারতের বক্সের মধ্যে সেই ভেকেই আবারও অবৈধভাবে ফাউল করেছিলেন। এ যাত্রায়ও পেনাল্টি দেননি রেফারি। এ দুবারেই টিভি ধারাভাষ্যকার পেনাল্টি না দেওয়ায় সমালোচনা করেন।

প্রথমার্ধে গোলের আরও দুটি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ৩১ মিনিটে বিপুল একক প্রচেষ্টায় ঢুকে পড়েছিলেন ডান প্রান্ত দিয়ে। নিজে শট নিতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে সুযোগ নষ্ট করেছেন গোলের। সুযোগ পেয়েছিল ভারতও। ৪ মিনিটের মাথায় ভারতের সেরা ফরোয়ার্ড সুনীল ছেত্রীর ভলি রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল।

দ্বিতীয়ার্ধ শুরুর পর প্রায় ৮০ মিনিট পর্যন্ত গোল শোধে মরিয়া আক্রমণ করেছে ভারত। ৬০ মিনিটের আনাসের শট গোল লাইন থেকে ক্লিয়ার করেছেন বিপলু। এর ১৩ মিনিট পর ভারতীয় ডিফেন্ডার আদিল খানের দৃঢ়তায় নিশ্চিত গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ভারতের গোলরক্ষককে একা পেয়ে চিপ করেছিলেন তার মাথার ওপর দিয়ে। বল গোলপোস্টের দিকে ধেয়ে গেলেও শেষ মুহূর্তে ক্লিয়ার করছেন আদিল।

ফিফা স্বীকৃত পরিসংখ্যানে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম ড্র। দারুণ সম্ভাবনা জাগিয়ে ১৬ বছর পর শক্তিশালী এই প্রতিপক্ষে বিপক্ষে হারানোর সুযোগ হারালো বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে জিতেছিল দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.