Sylhet Today 24 PRINT

মাথায় আঘাত পেয়ে বক্সার প্যাট্রিক ডের মৃত্যু

স্পোর্টস ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৯

আমেরিকার বক্সার প্যাট্রিক ডে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে তিনি মারা যান। গত শনিবার রিংয়ে চার্লস কনওয়েলের সঙ্গে লড়াই করার সময় দশম রাউন্ডে মারাত্মক চোট পেয়ে জ্ঞান হারান প্যাট্রিক। পরে তাকে নিয়ে যাওয়া হয় নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে। তড়িঘড়ি মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

অস্ত্রোপচারের পরপরই কোমায় চলে যান তিনি। আর জ্ঞান ফেরেনি। শেষ হয় প্যাট্রিক ডের বক্সিং অধ্যায়।

প্যাট্রিকের সহায়তাকারী ডিবেলা জানিয়েছেন, ‘মৃত্যুর সময় প্যাট্রিকের পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, ওঁর বক্সিং টিমের সদস্যরা এবং মেন্টর ও ট্রেনার জো হিগিন্থ পাশে ছিলেন। প্যাট্রিক শুধু ভাল বক্সার ছিলেন না। উনি যেমন উদার প্রকৃতির মানুষ ছিলেন, তেমনই ছিলেন ইতিবাচক।’‌

শনিবার প্যাট্রিক মারাত্মক চোট পাওয়ার দু’‌দিন বাদে কনওয়েল সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখেছিলেন, ‘‌আমি চাইনি এমন কিছু ঘটুক। চেয়েছিলাম জিততে। যদি সম্ভব হত, সব আঘাত ফিরিয়ে নেওয়ার তা হলে তাই করতাম।’‌

উল্লেখ্য, ক্যারিয়ারে ১৭টা জয়, ৪টা হার, ১টা ড্র করেছেন প্যাট্রিক। ১৭টা জয়ের মধ্যে ৬টা নকআউটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.