Sylhet Today 24 PRINT

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

নিউজ ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে নিজেদের থেকে ফিফার র‍্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। ভারতের মাঠে স্বাগতিকদের নাস্তানাবুদ করে জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহূর্তে ভারতীয় সেন্টার ব্যাক আদিল খানের করা গোলে শেষ রক্ষা হয় ভারতের। ম্যাচ শেষ হয় ১-১ গোলে সমতা নিয়ে।

নিজেদের থেকে র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে ড্র করার মাশুল এবার গুনতে হচ্ছে ভারতকে। ফুটবল র‍্যাংকিং নিয়ম অনুযায়ী বাংলাদেশের সাথে ড্র করায় তিন ধাপ পেছাতে হবে সুনীল ছেত্রীদের। বর্তমানে ফিফার র‍্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৪ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৮৭তে।

নতুন র‍্যাংকিংয়ে ভারত তিন ধাপ পিছিয়ে নেমে যাবে ১০৭ নম্বরে। আর এই ম্যাচের আগে ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের র‍্যাংকিংয়ে উঠে আসবে ১৮৪ নম্বরে। আগামী ২৪ অক্টোবর নতুন র‍্যাংকিং প্রকাশ করবে ফিফা।

পরবর্তী ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ওমানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.