Sylhet Today 24 PRINT

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির তথ্য নাদেলের

স্পোর্টস ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির তথ্য জানিয়েছেন উইমেনস ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাদেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আগে যাদের স্যালারি ছিল ১৫ হাজার, তাদের স্যালারি ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি। এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আমরা ১৬/১৭ জনকে স্যালারি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় বলি, কোনও কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স কিন্তু তুলনামূলকভাবে ভালোই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে। কিছু উত্থান-পতন থাকবেই।’

নারী ক্রিকেট দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে বয়সভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে নাদেল বলেছেন, ‘২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দল গড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

উল্লেখ্য, নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধিও ক্রিকেটারদের সাম্প্রতিক আন্দোলনের অন্যতম দাবি ছিল। আন্দোলনে সাকিব-তামিমদের সঙ্গে না থাকলেও আন্দোলনের ফল পাচ্ছেন সালমা-রুমানারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.