Sylhet Today 24 PRINT

এই ভুল যেন আর কেউ না করে : সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান নিজের ভুল পুরোপুরি মেনে নিয়ে বলেছেন, বিশ্বের অধিকাংশ খেলোয়াড় ও সমর্থকদের মতো আমিও চাই ক্রিকেট দুর্নীতিমুক্ত একটি খেলা থাকুক। সেজন্য আমি আকসুর শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা করার জন্য আগ্রহভরে অপেক্ষা করছি যেন তরুণ খেলোয়াড়রা আমার মতো এই ভুল না করে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ দলের এ অধিনায়ক।

এর আগে তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাকিব আল হাসানকে এক বছরের স্থগিত সাজাসহ দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। অপরাধ স্বীকার করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসুর তদন্ত দলকে সহযোগিতা করায় তার সাজা মূলত ১ বছরের জন্য কার্যকর হচ্ছে। অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে নামতে পারবেন তিনি।

আইসিসিকে সাকিব জানিয়েছেন, আমি খেলাটিকে ভালোবাসি। ফলে এই নিষেধাজ্ঞায় আমি চরম মর্মাহত। তবে প্রস্তাবের (জুয়াড়িদের) বিষয়টি না জানানোর কারণে আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি। আকসু চায় ক্রিকেটাররা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্য ভূমিকা পালন করুক। সে অর্থে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.