Sylhet Today 24 PRINT

বাংলাদেশের লক্ষ্য ১৪৯ রান

স্পোর্টস ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করে ভারতকে  ১৪৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। বলা যায় ভারতের মাঠে তাদেরকে হারাতে লক্ষ্যটা রয়ে গেছে নাগালের মধ্যেই ।

শুরুতে ব্যাট করতে নামা ভারত ইনিংসের প্রথম ওভারের ব্যাটিংয়ের বড় ভরসা রোহিত শর্মাকে হারায়। এলবির ফাঁদে পড়ে ৯ রানে ফিরে যান তিনি। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই ফিরে যান কেএল রাহুল। পরে শেখর ধাওয়ান এবং শ্রেয়াস আয়ার দলকে ভরসা দিলেও তা স্থায়ী হয়নি। একশ' পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

ভারতের হয়ে দেখে-শুনে দলকে টানা শেখর ধাওয়ান ৪২ বলে ৪১ রান করেন। তার আগে আউট হওয়া শ্রেয়াস আয়ার ১৩ বলে ২২ রান করে আমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। দলকে টানার দায়িত্ব বুঝে নেওয়া ঋষভ প্যান্ট ২৭ বলে খেলেন ২৬ রানের ইনিংস। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দরদের ছোট সংগ্রহে ভর করে লড়াইয়ের পুঁজি পায় ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে স্বাগতিক ভারত।

বাংলাদেশ দলের হয়ে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। পেসার শফিউল ইসলাম ৪ ওভারে খরচা করেন ৩৬ রান। উইকেট নেন একটি। এছাড়া আফিফ হোসেন ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ১ উইকেট। দীর্ঘ দিন পরে দলে ফেরা আল আমিন হোসেন ৪ ওভারে ২৭ রান দেন। তবে শেষ ওভারে ১৬ রান দিয়ে বসেন তিনি। লক্ষ্যটা না হলে আরও ছোট পেতে পারত বাংলাদেশ। শেখর ধাওয়ান ও শ্রেয়াস আয়ার দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন।দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে সুন্দর ও ক্রুনালের ব্যাট থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.