Sylhet Today 24 PRINT

জয় সাকিব-তামিমকে উৎসর্গ

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

ফাইল ছবি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ছে বাংলাদেশ। রেকর্ড গড়া এ জয়কে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিমকে উৎসর্গ করেছে টাইগাররা।

ম্যাচ জুয়াড়ির অনৈতিক প্রস্তাব তিনবার গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব, এর মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে সরে দাঁড়ান তামিমও। দুই সিনিয়র ব্যাটসম্যান না থাকলেও ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির হাজারতম ম্যাচ রাঙালো তারা দুর্দান্ত জয়ে।

৭ উইকেটে জেতার পর সৌম্য বলেছেন পুরো দলের কথা, ‘প্রত্যেকে শান্তশিষ্ট ছিল। আমরা সবাই ইতিবাচক চিন্তা করছিলাম। তামিম ও সাকিব সিনিয়র খেলোয়াড়। আমরা এই জয়টা তাদের উৎসর্গ করতে চাই।’

এই জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ, বিশেষ করে মুশফিক ও সৌম্যকে। সাকিবের নিষেধাজ্ঞায় নেতৃত্ব পাওয়া এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি মনে করি, আমাদের শুরুটাই ভিত গড়ে দিয়েছে সবকিছুর। বোলাররা দারুণ করেছে। ছেলেরা ভালো পারফর্ম করায় আমার নেতৃত্ব দেওয়াটা সহজ হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘মুশি (মুশফিক) এই কৃতিত্বের দাবিদার, বিশেষ করে সে ও সৌম্য। নাঈমও অভিষেকে ভালো ব্যাটিং করেছে, যেমনটা দরকার ছিল তেমন শুরু এনে দিয়েছে।’

বাংলাদেশের প্রশংসা করলেন ভারতের রেকর্ড ৯৯তম টি-টোয়েন্টি খেলা রোহিত শর্মা। স্বাগতিক অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনেছিল তারা। এই রানে তাদের আটকানো সম্ভব ছিল, কিন্তু আমরা ফিল্ডিংয়ে ভুল করেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.