Sylhet Today 24 PRINT

প্রতি ম্যাচে ভালো করতে চান মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

ছবি: বিসিবি

বাংলাদেশের হয়ে প্রতিটি খেলায় ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। রোববার রাতে ভারতের বিপক্ষে দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব-তামিমহীন ম্যাচে অনবদ্য এক ইনিংস খেলে মাঠ ছাড়ার পর এ প্রত্যয় ব্যক্ত করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মুশফিক বলেছেন, ‘হাজার হাজার দর্শকের সামনে আমরা খেলছিলাম, এটা অবশ্যই বিশেষ অনুভূতির।’

৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেছেন, ‘সৌম্যর সঙ্গে আমার কথা হচ্ছিল। ম্যাচকে বেশ এগিয়ে নেওয়ার চিন্তা আমরা করেছিলাম। সৌভাগ্যবশত অনেক ওভার খেলতে পেরেছি। তবে সৌম্য সত্যিই তার অবদান ভালোভাবে রেখেছে।’

৭ উইকেটের জয়ে মোহাম্মদ নাঈম ও বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না ম্যাচসেরা মুশফিক, ‘নাঈমও ভালো করেছে এবং বোলাররাও। একজন ক্রিকেটার হিসেবে উন্নতি করতে আমার সেরাটা দিয়ে যাচ্ছি। আশা করি বাংলাদেশের জন্য প্রত্যেক খেলায় ভালো কিছু করতে পারবো।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.