Sylhet Today 24 PRINT

বরুসিয়ার সঙ্গে পেরে ওঠল না ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৯

ছবি: টুইটার

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া ইন্টার মিলান শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পেরে ওঠেনি, দুই গোলে পিছিয়ে থাকা বুন্ডেসলিগার দলটি তিন গোল দিয়ে ইতালিয়ান ক্লাবটিকে হারিয়েছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে সেরি আর দলটিকে ৩-২ গোলে হারিয়েছে প্রতিযোগিতার ২০১২-১৩ মৌসুমের রানার্সআপ বরুসিয়া।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মিলান। ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন লাউতারো মার্তিনেস।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে ইতালির দলটি। আন্তোনিওর ছোট পাসে মাতিয়াস ভেচিনোর ডান পায়ের প্লেসিং শট জালে জড়ায়।

৫১তম মিনিটে মারিও গোটশের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়িয়ে বরুসিয়াকে ম্যাচে ফেরান আশরাফ হাকিমি। ৬৪তম মিনিটে সমতায় ফেরে বরুসিয়া। প্রতিপক্ষের থ্রো ইনে তড়িৎ টোকায় পাকো আলকাসের বল বাড়ান ইউলিয়ান ব্রান্ডটকে। জার্মান ফরোয়ার্ডের নিখুঁত শটে পরাস্ত হন গোলরক্ষক।

বরুসিয়া ৭৭তম মিনিটে এগিয়ে যায় সতীর্থের থ্রু বল থেকে হাকিমির গোলে। ম্যাচের শেষ দিকে স্তেফানো সেনসির শট ফিরে এলে জয়ের পথে থাকে বুন্ডেসলিগার দলটি।

মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে গোলশূন্য ড্রয়ের তৃপ্তি নিয়ে ফিরেছে স্লাভিয়া প্রাহা। পয়েন্ট খোয়ালেও ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে এরনেস্তো ভালভেরদের দল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুসিয়া। ৪ পয়েন্ট নিয়ে ইন্টার তৃতীয় ও ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে প্রাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.