Sylhet Today 24 PRINT

সিরিজ জয় বা ড্র করলেই রেটিং বাড়বে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৯

পুরনো ছবি

বৃহস্পতিবার থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে সফরকারী বাংলাদেশ। বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং ৬১ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। এই সিরিজ জিতলে বা ড্র করলে রেটিং বাড়বে বাংলাদেশের।

এদিকে, সিরিজ ড্র বা হারলে রেটিং পয়েন্ট হারাবে ভারত। বর্তমানে ১১৯ রেটিং নিয়ে র‍্যাঙ্কিং-এ শীর্ষ দল ভারত।

দুই ম্যাচের সিরিজে কোন দল না জিতলে বা ১-১ ব্যবধানে শেষ হলে ভারতের রেটিং হবে ১১৭। বাংলাদেশের হবে ৬৬।

বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়, তবে টাইগারদের রেটিং হবে ৭০। ভারতের হবে ১১৪।

২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে, তাদের রেটিং হবে ৭২। ভারতের হবে ১১৩।

ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতলে, স্বাগতিকদের রেটিং ১১৯-এই থাকবে। বাংলাদেশের ১ রেটিং বেড়ে ৬২ হবে।

ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলে কোহলিদের রেটিং হবে ১২০। বাংলাদেশ ১ রেটিং হারাবে। তখন রেটিং হবে ৬০।

বাংলাদেশের উপরে, অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৮০। আর বাংলাদেশের নীচে দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ৫৫।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.