Sylhet Today 24 PRINT

প্রথম ইনিংসে দেড়শ’ রান বাংলাদেশের

ইন্দোর টেস্টের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৯

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারতের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘাসে ঢাকা সবুজ উইকেটে সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক মমিনুল হক।

টসজয়ী বাংলাদেশ প্রথম ইনিংসে দেড়শ' রান করতে পেরেছে। বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম করেছেন সর্বোচ্চ ৪৩ রান।

ভারতের পক্ষে ইশান্ত, যাদব ও অশ্বিন প্রত্যেকে ২টি করে এবং মোহাম্মদ শামি নেন ৩ উইকেট।

৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। বোলিং আক্রমণে আছেন দুই পেসার ও দুই স্পিনার। পেস আক্রমণে আবু জায়েদ চৌধুরির সঙ্গী ইবাদত হোসেন। বোলিংয়ে আরও আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল হোসেন। এছাড়াও আছেন ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও লিটন দাস।

অন্যদিকে, ভারত দল তিন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে। স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। দুজনেরই ব্যাটের হাত দারুণ। ভারতের ব্যাটিং লাইনআপও তাই বেশ লম্বা।

ভারত একাদশ আছেন- রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

শুরুতেই দুই ওপেনারের বিদায়
টেস্টের ষষ্ঠ ওভারে উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ১৮ বলে ৬ রান করে ফিরলেন ইমরুল। ৬ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ১২।

ইমরুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকলেন না সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনার বিদায় নিলেন আলগা শট খেলে। রাউন্ড দা উইকেটে বল করা ইশান্ত শর্মার বল জায়গায় দাঁড়িয়ে শরীর থেকে দূরে ড্রাইভ করতে চাইলেন সাদমান। ব্যাটের কানায় লেগে বল গেল কিপারের গ্লাভসে। ২৪ বলে ৬ রান করে আউট হলেন সাদমান। বাংলাদেশ তখন ৭ ওভারে ২ উইকেটে ১২।

মিঠুনের বিদায়
যাদব-ইশান্তের মত তৃতীয় পেসার মোহাম্মদ শামিও পেলেন উইকেট। লেগ-মিডলে পিচ করা বল সামান্য একটু সুইং করে বেরিয়ে মিঠুনের ডিফেন্সকে ফাঁকি দিয়ে লাগল প্যাডে। আবেদনে সাড়া দেন আম্পায়ার। মিঠুন ফিরলেন ৩৬ বলে ১২ রান করে। বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ৩১।

প্রথম সেশন শেষে বাংলাদেশ ৬৩/৩
ইন্দোরে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ৬৩ রান। উইকেটে মমিনুল হক ২২ রানে এবং মুশফিকুর রহিম ১৪ রানে অপরাজিত আছেন।

ভারতের পক্ষে যাদক, ইশান্ত ও শামি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের সাদমান ইসলাম ও ইমরুল কায়েস প্রত্যেকে ৬ রান করে করেছেন। এছাড়া মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ১২ রান।

প্রথম সেশনে ভারত বল করেছে ২৬ ওভার।

মমিনুল-মুশফিকের প্রতিরোধ
১৮তম ওভারে মাত্র ৩১ রানে মোহাম্মদ মিঠুনের আউটের পর ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধে নেমেছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম।

এই দুই ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েছেন। ৩৪ ওভার পর্যন্ত রান তুলেছেন ৮৮ রান।

দুজনই ব্যাট করছিলেন ৩০ রানে।

প্রতিরোধের পর মমিনুলের বিদায়
মমিনুল ও মুশফিক যখন থিতু হয়ে ওঠেছিলেন ক্রিজে তখনই আঘাত হানে রবিচন্দন অশ্বিন। বাংলাদেশ দলের অধিনায়ককে বোল্ড করে প্যাভিলিয়নের ফেরান।

ফেরার আগে মমিনুল করেন ৩৭ রান। মমিনুলের ৮০ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার।

বাংলাদেশ দলের রান তখন ৯৯/৪; মমিনুল-মুশফিকের জুটি থেকে আসে ৬৮ রান।

রিয়াদের বিদায়ে আরও চাপে বাংলাদেশ
৯৯ থেকে ১১৫ দলীয় রানের পর অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদও আউট হয়ে গেছেন। অশ্বিনের বলে বোল্ড হয়েছেন তিনি। আউটের আগে করতে পেরেছেন মাত্র ১০ রান।

বাংলাদেশ দলের রান তখন ১১৫/৫; মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।

শামির বলে ভাঙল মুশফিকের প্রতিরোধের দুর্গ
মুশফিকের প্রতিরোধের দুর্গ ভাঙল মোহাম্মদ শামির বলে। ১০৫ বলের সংগ্রামী ইনিংসে মুশফিক করেছেন ৪৩ রান।

দলের রান তখন ১৪০, ৬ উইকেটের বিনিময়ে।

এরপর মেহেদী হাসান মিরাজ প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন সেই শামির বলে। বাংলাদেশের রান ১৪০/৭

চা-বিরতির আগের দুই বলে দুই উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

চা-বিরতির পরই আউট লিটন দাস
চা-বিরতি থেকে ফিরে এসে প্রথম বলেই আউট হয়ে গেছেন লিটন দাস। ইশান্ত শর্মার বলে ভিরাট কোহলির হাতে ক্যাচ দেওয়ার আগে লিটন করেন ২১ রান।

বাংলাদেশের রান ৮ উইকেটে ১৪০.

রানআউটে ফেরত গেলেন তাইজুল
বাংলাদেশ দলের নবম উইকেটের পতন হয়েছে ১৪৮ রানে। তাইজুল ইসলাম দ্বিতীয় রান নিতে গিয়ে আইট হয়ে ফিরেছেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৫০ (৫৮.৩ ওভার)
সাদমান ৬, ইমরুল ৬, মমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদুল্লাহ রিয়াদ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, ইবাদত ২, অতিরিক্ত ৪
ইশান্ত ২/২০, যাদব ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩, জাদেজা ০/১০

[উল্লেখ্য, এই প্রতিবেদনটি দিনভর খেলার নানা ঘটনার সঙ্গে আপডেট হচ্ছিল]

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.