Sylhet Today 24 PRINT

ইউরোর মূল পর্বে জার্মানি-নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৯

২০২০ সালের ইউরোর মূল পর্বে খেলার ওঠেছে জার্মানি। মূল পর্বের টিকিট কাটার পথে জার্মানি বেলারুশকে হারায়, আর নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে মূল পর্বে উঠেছে নেদারল্যান্ডসও।

বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে নিজেদের মাঠে বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। নেদারল্যান্ডস-নর্দার্ন আয়ারল্যান্ড গোলশূন্য ড্র করে।

৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।

প্রথমার্ধের শেষ দিকে মাথিয়াস গিনটারের গোলে এগিয়ে যাওয়া জার্মানি ৪৯তম মিনিটে লিওনের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ছয় মিনিট পর টনি ক্রুস ব্যবধান আরও বাড়ান।

৭৫তম মিনিটে ইগর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে বেলারুশের ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যায়। উল্টো ৮৩তম মিনিটে ক্রুসের গোলে জার্মানির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

‘ই’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূল পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। আজারবাইজানকে ২-০ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আশা বাচিঁয়ে রেখেছে ওয়েলস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরিরও সুযোগ আছে মূল পর্বে যাওয়ার।

‘জি’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা পোল্যান্ড শনিবার ইসরাইলের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠেছে নর্থ মেসিডোনিয়াকে নিজেদের মাঠে ২-১ গোলে হারানো অস্ট্রিয়া। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপে দ্বিতীয় স্থানে আছে।

‘আই’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা রাশিয়া ও বেলজিয়ামের লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম। ৯ ম্যাচে নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, ২১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রাশিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.