Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৯

দামামা বেজে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের বিপিএলের লোগো উন্মোচন হয় শনিরবার। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট।

রোববার প্লেয়ার্স ড্রাফট থেকে কম করে ৯ জন দেশি ক্রিকেটার এবং চারজন থেকে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করার সুযোগ পেয়েছে বিপিএলের দলগুলো।

ড্রাফটে দেশি ক্রিকেটারদের জন্য মোট ৫টি ধাপে খেলোয়াড় ডাকার সুযোগ পায় দলগুলো। এছাড়া বিদেশি খেলোয়াড়দের জন্য সুযোগ পায় ৩ ধাপে খেলোয়াড় ডাকার।

এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। সেগুলোর নাম দেওয়া হয়েছে যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

কে কোন দলে:

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম।

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আসিফ আলী, রকিবুল হাসান, জাকের আলী অনিক।

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, আভিসকা ফার্নান্দো, রায়াদ এমরিত, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী।

রংপুর রেঞ্জার্স: (সুমন, আকরাম, গ্রান্ট ফ্লাওয়ার): মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবি, শাই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, লুইস ব্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, সঞ্জিত সাহা।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজিবুর রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল আলম অঙ্কন, সুমন খান, ডেভিড মালান, দাসুন শানাকা, ফারদিন হোসেন অনি।

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন সৈকত, মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, শ্যাফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, নাভিন উল হক, জনসন চার্লস, রুবেল মিয়া, জীবন মেন্ডিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.