Sylhet Today 24 PRINT

১০ ব্যাটসম্যানই শূন্য রানে আউট

স্পোর্টস ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৯

ছবি: প্রতীকী

ভারতের স্কুল ক্রিকেটে একটা দলের ১১জনই শূন্য করেছেন। আউট হওয়া ১০ ব্যাটম্যানের নামের পাশে শূন্য, অপরাজিত ছিলেন যিনি তিনিও শূন্য। তবে দল অলআউট হয়নি শূন্যরানে। দলীয় রান ছিল ৭; সবই অতিরিক্ত (ওয়াইড ৬, বাই ১)।

এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে, স্কুল ক্রিকেট হ্যারিস শিল্ডের ফার্স্ট রাউন্ড নকআউট ম্যাচে।

আন্ধেরির চিলড্রেন্স ওয়েলফেয়ার বনাম বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের খেলা। প্রথমে ব্যাট করে এসভিআইএস ৩৯ ওভারে ৪ উইকেটে করে ৬০৫। মিত মায়েকার একাই করেন ৩৩৮ রান (১৩৪ বলে ৫৬টি ৪ ও ৭টি ৬)।

নির্ধারিত তিন ঘণ্টায় চিলড্রেন্স ওয়েলফেয়ারের ৪৫ ওভার বল করার কথা ছিল। কিন্তু ৬ ওভার কম করায় তাদের টার্গেটে ১৫৬ রান যোগ হয় শাস্তি হিসেবে। মোট টার্গেট ৭৬১। লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে ৭ রানেই শেষ চিলড্রেন্স ওয়েলফেয়ার। ৭৫৪ রানে জয় পায় বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.