Sylhet Today 24 PRINT

কোহলি-রাহানের রেকর্ড

সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি-রাহানের জুটিবদ্ধ ব্যাটিংয়ে দুর্দান্ত একটি দিন পার করেছে ভারত

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

কোহলি-রাহানের জুটিবদ্ধ ব্যাটিং

সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি-রাহানের জুটিবদ্ধ ব্যাটিংয়ে দুর্দান্ত একটি দিন পার করেছে ভারত। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪৬২। তারা অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৬৮ রানে পিছিয়ে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি ও অাজিঙ্ক্য রাহানে। কোহলি সাজঘরে ফিরেছেন ১৬৯ রানে। শতক হাঁকিয়ে সুনিল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় অসিদের বিপক্ষে একই সিরিজে তিনটি শতক হাঁকানোর গৌরব অর্জন করেছেন কোহলি।

জুটির অারেক ব্যাটসম্যান রাহানে ফিরেছেন ১৪৭ রান করে। চতুর্থ উইকেটে তাদের জুটিটি ছিল ২৬২ রানের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয়দের মধ্যে এটিই সর্বোচ্চ রানের জুটি। এছাড়া ২০০৪ সালের পর এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ রানের জুটিও এটি।

এ দুজনের বিদায়ের পর অার তেমন কোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান তুলতে পারেননি। অসিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রায়ান হ্যারিস। প্রথম ইনিংসে ৫৩০ রানে অল অাউট হয় অস্ট্রেলিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.