Sylhet Today 24 PRINT

ইডেনে মমিনুলের ‘চশমা’

স্পোর্টস ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

ইন্দোর টেস্ট থেকে শেখার কথা বলেছিলেন অধিনায়ক মমিনুল হক। ইডেনে সে পাঠের শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইন্দোরে পাঁচদিনের খেলা তিনদিনে শেষ হয়ে গিয়েছিল, এদিকে কলকাতার ইডেনে অবস্থা আরও খারাপ। ম্যাচ তৃতীয় দিন গড়ানোটাও শঙ্কার মুখে।

প্রথম ইনিংসে ৩১ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর ভারত ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেছে। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। মাঝে এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেছেন মুমিনুল হকও।

আজ দ্বিতীয় দিনে ন্যূনতম ৪৪ ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। এ অবস্থায় প্রথম ওভারেই সাদমানের ফিরে যাওয়াটা কিন্তু ম্যাচ দুই দিনেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা। ইশান্তের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরেছেন সাদমান (০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৯ রান তুলেছে বাংলাদেশ। আপাতত ম্যাচটা তৃতীয় দিনে টেনে নেওয়ার পথ দেখতে কষ্টই হচ্ছে সফরকারিদের।

অধিনায়ক মুমিনুল হকও সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে আউট হয়েছেন সেই ইশান্তের বলেই। সাদমান ৫ বল খেললেও তাঁর চেয়ে একটি বল বেশি খেলতে পেরেছেন মুমিনুল। যদিও স্কোর দুজনেরই সমান—০। প্রথম ইনিংসেও শূন্য রানে আউট হওয়ায় ‘পেয়ার’ বা চশমা পেলেন মমিনুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.