Sylhet Today 24 PRINT

এবারও জয়ে শুরু হলো মরিনহোর অধ্যায়

স্পোর্টস ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৯

হোসে মরিনহো আবারও ফিরলেন ডাগআউটে

হোসে মরিনহো আবার ফিরলেন ডাগআউটে। এরমধ্যে কেটে গেছে এগারো মাস। এসেই টটেনহ্যাম হটস্পারকে দেখালেন পথ। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছে তার দল টটেনহ্যাম হটস্পার।

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে টটেনহ্যাম। পাঁচ ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল লন্ডনের ক্লাবটি।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে খেলা টটেনহ্যাম এবারের প্রিমিয়ার লিগে শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছিল। প্রথম ১২ ম্যাচে মাত্র তিনটি জয় পাওয়া দলটি ১৪ পয়েন্ট নিয়ে নেমে গিয়েছিল লিগ টেবিলের ১৪ নম্বরে!

টানা ব্যর্থতায় দায়ে গত মঙ্গলবার মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে মরিনিয়োকে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ। নতুন কোচকে দারুণ এক জয় উপহার হ্যারি কেইনরা।

প্রথমার্ধে ফরোয়ার্ড সন হিউন মিন ও মিডফিল্ডার লুকাস মউরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ান ইংলিশ স্ট্রাইকার কেইন।

ম্যাচের শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

ডাগআউটে দাঁড়িয়ে এদিন অনন্য এক কীর্তি গড়েছেন ৫৬ বছর বয়সী হোসে মরিনহো। প্রিমিয়ার লিগে ছয়টি দল আছে যারা কখনোই দ্বিতীয় স্তরে নেমে যায়নি-এর মধ্যে তিনটি দলেই কোচ হিসেবে দায়িত্ব পালন করলেন হোসে মরিনহো।

এর আগে সবশেষ তাকে ডাগআউটে দেখা গিয়েছিল গত ১৬ ডিসেম্বর, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। লিগে লিভারপুলের বিপক্ষে সেদিনের ৩-১ গোলে হারের দুই দিন পর তাকে ছাঁটাই করেছিল ইউনাইটেড।

পর্তুগিজ এ কোচ তার ক্যারিয়ারের কোথাও প্রথম ম্যাচে হারের ইতিহাস বেশ পুরনো। সেই ২০০০ সালে বেনফিকা কোচ হিসেবে প্রথম ম্যাচে হেরেছিলেন মরিনহো। এরপর আর কখনই হারেননি মরিনহো। লেইরিয়া (২০০১), পোর্তো (২০০২), চেলসি (২০০৪), ইন্টার মিলান (২০০৮), রিয়াল মাদ্রিদ (২০১০), চেলসি (২০১৩) ও ইউনাইটেড কোচ হিসেবে প্রথম ম্যাচে কখনো হারেননি প্রিমিয়ার লিগ, সিরি আ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী এ কোচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.