Sylhet Today 24 PRINT

ছেলেদের ফুটবলে এবার মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ড্র

স্পোর্টস ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৯

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি বাংলাদেশের ছেলেদের ফুটবল দল। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হারের পর এবার মালদ্বীপের সঙ্গে ড্র করেছে জেমি ডের দল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা।

দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট বাংলাদেশের। ভুটানকে মঙ্গলবার ৪-০ গোলে হারানো স্বাগতিক নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। শ্রীলঙ্কার পয়েন্টও ১, তবে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রোয়ে রিয়াদুল হাসান রাফির হেড গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায়।

গোছালো ফুটবল খেলা মালদ্বীপ ৭০তম মিনিটে সমতায় ফেরে। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেওয়া শটে পরাস্ত হন জিকো। বলের লাইনে থাকলেও আটকাতে পারেননি তিনি।

১৯৯৯ সালে প্রথম ছেলেদের ফুটবলের সোনা জেতা বাংলাদেশ ২০১০ সালে দ্বিতীয় ও সবশেষ সেরা হয়েছিল। ২০১৬ সালে পেয়েছিল ব্রোঞ্জ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.