Sylhet Today 24 PRINT

কোহলির ব্যাটে উইন্ডিজ পাহাড় টপকালো ভারত

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৯

অধিনায়ক ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত।

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ২০৮ রানের টার্গেট ৮ বল বাকী রেখেই স্পর্শ করে ভারত। কোহলি ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকের। রাহুল করেন ৪০ বলে ৬২।

শুক্রবার হায়দারাবাদে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রান করে ফিরেন ওপেনার লেন্ডন সিমন্স। শুরুতে ধাক্কা খেলেও, ওয়েস্ট ইন্ডিজের পরের দিকের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের উপর চড়াও হন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার এভিন লুইস ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে ৪০, ব্রান্ডন কিং ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩১, শিমরোন হেটমায়ার ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে সর্বোচ্চ ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ড ১টি চার ও ৪টি ছক্কায় ১৯ বলে ৩৭, জেসন হোল্ডার ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অপরাজিত ২৪ ও উইকেটরক্ষক দিনেশ রামদিন ৭ বলে অপরাজিত ১১ রান করেন। ভারতের যুজবেন্দ্রা চাহাল ২টি উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৮ রান করা রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর একশ’ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪০ বলে ৬২ রানে ফিরেন রাহুল।

এরপর উইকেটরক্ষক ঋসভ পান্থ ১৮ ও শ্রেয়াস আইয়ার ৪ রানে থামলেও এক প্রান্ত আগলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৬টি করে চার-ছক্কায় নিজের নান্দনিক ইনিংসটি সাজান ভারত অধিনায়ক।

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.