Sylhet Today 24 PRINT

এসএ গেমসে বাংলাদেশের পঞ্চম স্বর্ণ মাবিয়ার

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৯

এসএ গেমসে ৭৬ কেজি নারী ভারোত্তলনে স্বর্ণ জিতলেন মাবিয়া আক্তার। এবারের আসরে বাংলাদেশের হয়ে ৫ম স্বর্ণ জিতলেন তিনি।

শ্রীলঙ্কার প্রতিযোগী প্রিয়ান্থিকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের এই প্রতিযোগী। আবারো দক্ষিণ এশিয়ার সেরা ভারোত্তলকের খেতাব জিতে নিলেন তিনি।

এই স্বর্ণজয়ে তিনি প্রমাণ করে দিলেন কোনো বাধাই তাকে হার মানাতে পারবে না। বাংলাদেশকে অলিম্পিকে নিয়ে যাওয়ার লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাবেন বলে জানান বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট।

ভারোত্তোলন ইভেন্টে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলেছেন মাবিয়া। তার পরেই জায়গা করে নেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি। তিনি ১৮৪ কেজি ওজন তুলে জিতেছেন রুপা। আর স্বাগতিক নেপালের তারা দেবী ১৭২ কেজি তুলে হয়েছেন তৃতীয়।

অপরদিকে ৮১ কেজি নারী ভারোত্তলনে ভারতের প্রতিযোগীর কাছে হেরে রৌপ্য জিতেছেন জোহরা খাতুন নিশা।

এর আগে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোতে দিপু চাকমা। এরপর কারাতে থেকে আসে আরও তিনটি স্বর্ণ পদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.