Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু বিপিএল সরাসরি দেখা যাবে মাছরাঙা ও জিটিভিতে

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের বিশেষ আসর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ আসরের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা ও জিটিভি।

রোববার (৮ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিপিএল উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জেমস ও মমতাজ।

বলিউড থেকেও অনুষ্ঠান মাতাতে আসছেন একঝাঁক তারকা। এরমধ্যে রয়েছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের।

‘বঙ্গবন্ধু বিপিএল’ এর উদ্বোধনী অনুষ্ঠান মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও জিটিভি।

এবারের বিপিএল আসরে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। দলগুলো হল যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.