Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনকালে ১০ মিনিট ধরে মিরপুরের আকাশে দেখা যাবে আতশবাজির ঝলকানি।

রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উঠেছেন ডি’রকস্টার শুভ। তারপর মঞ্চে উঠবেন রেশমি মির্জা। মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস ও মমতাজ। তাছাড়া এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতীয় শিল্পীবৃন্দ।

রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগামের পরিবেশনা ও ৯টায় গান গাইবেন কৈলাস খের।

রাত ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকাদের পারফরম্যান্স।

মিরপুর স্টেডিয়ামে মঞ্চের দু’পাশের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পট্রেইট।

তাকে স্মরণে রেখেই শুরু হল বিপিএল উদ্বোধনী কনসার্ট। জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এবারের বিপিএল আসরের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু বিপিএল’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.