Sylhet Today 24 PRINT

কুটিম-জুয়েল স্মৃতি ফুটবলে লালু একাদশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৯

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে এবং ফ্যাশন হাউস মাহা’র পৃষ্ঠপোষকতায় ২য় কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লুৎফুর রহমান লালু একাদশ। মুহিব আলী একাদশকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় শুরু হওয়া ফাইনাল ম্যাচ ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে মুহিব আলী একাদশের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে লুৎফুর রহমান লালু একাদশ নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। ফরোয়ার্ডদের ব্যর্থতায় নিশ্চিত দুটি গোল থেকে বঞ্চিত হয় লালু একাদশ। গোলহীন ৯০ মিনিট শেষে টাইব্রেকারে নিষ্পত্তি হয় টুর্নামেন্টের চূড়ান্ত খেলা।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম। খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাজি আব্দুস সাত্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার লিয়াকত আলী চেরাগ, জাহানই আলম রাহেল, সেলিম বক্কর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল আহমদ, সদস্য সচিব আজিজ রহমান, ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য, আজাদুর রহমান চঞ্চল, মোর্শেদ আহমদ, রাজা চৌধুরী, শামসুল ইসলাম, আক্তার আলী, মান্না চৌধুরী, রিপন আহমদ, ইমরাজ আহমদ, জাহেদ আহমদ, খালেদ আহমদ প্রমুখ।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের মহিউদ্দিন রাসেল। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও ওঠে রাসেলের হাতে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক হিলাল আহমদ। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন মুহিব আলী একাদশের আজিজ রহমান।

উল্লেখ্য কুটিম-জুয়েল ছিলেন সিলেট জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড়। দুজনই ফুটবল মাঠে আকস্মিক মৃত্যুবরণ করেন। এছাড়া টুর্নামেন্টের আট দলের নামকরণ কিংবদন্তি ক্রীড়া সংগঠকদের নামে করে সিলেটের ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা।

ফাইনাল ম্যাচের আগে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সোনালী অতীত ফুটবল দল, সিলেট এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা। উপভোগ্য এই ম্যাচে সোনালী অতীত ক্লাবকে শামসুলের দেয়া একমাত্র গোলে হারায় খেলোয়াড় কল্যাণ সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.