Sylhet Today 24 PRINT

গুরবাজ-রুশোর ঝড়ে মুশফিকদের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

রহমানউল্লাহ গুরবাজ আর রাইলি রুশোর বিস্ফোরক দুই ইনিংসের সুবাদে দাপুটে জয়ে বঙ্গবন্ধু বিপিএলে শুভসূচনা করেছে খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে তারা ৮ উইকেটের ব্যবধানে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের লক্ষ্য ৩৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় মুশফিকুর রহিমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। চাডউইক ওয়ালটনকে নিয়ে দলকে এগিয়ে নেন লেন্ডল সিমন্স। বেরিয়ে এসে শফিউল ইসলামকে ওড়ানোর চেষ্টায় ক্যারিবিয়ান এই ওপেনার বোল্ড হলে ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। শুরুর জুটিই শেষ পর্যন্ত তাদের সেরা জুটি। আগের ম্যাচে ঝড় তোলা ওয়ালটনকে থামান শহিদুল ইসলাম। প্রথম ম্যাচে চট্টগ্রামের জয়ের নায়ক ইমরুল কায়েস যেতে পারেননি বেশিদূর। রান আউট হওয়ার আগে এক ছক্কায় করেন ১২ রান। রান আউট হয়ে ফিরেন নুরুল হাসান সোহানও।

নাসির হোসেন লেগ স্পিনার আমিনুল ইসলামকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান। শেষের দিকে বোলারদের ওপর চড়াও হন মুক্তার আলী। চার ছক্কায় এই অলরাউন্ডারের অপরাজিত ২৯ রানের ওপর ভর করে দেড়শর কাছে যায় চট্টগ্রামের স্কোর।

রান তাড়ায় শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় খুলনা। বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার গুরবাজ। দলের সহজ জয়ের পথে বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি করেন রহমানউল্লাহ গুরবাজ। ১৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন গুরবাজ। বিপিএলে এরচেয়ে কম বলে ফিফটি আছে কেবল একটি। ২০১২ সালে প্রথম আসরে ১৬ বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ। ১৯ বলে খেলা গুরবাজের ৫০ রানের বিস্ফোরক ইনিংস গড়া পাঁচ ছক্কা ও চার চারে।

ততক্ষণে শট খেলতে শুরু করেছেন রাইলি রুশো। শুরু থেকে আস্থার সঙ্গে খেলেন মুশফিক। দুই জনের ব্যাটে বাকিটা সহজেই সারে খুলনা। ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন রুশো। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেওয়া মুশফিক করেন ২৮ রান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৪/৬ (সিমন্স ২৬, ওয়ালটন ১৮, ইমরুল ১২, নাসির ২৪, সোহান ১৯, মুক্তার ২৯*, এমরিট ১, রুবেল ৬*; আমির ৪-০-৩৩-০, ফ্রাইলিঙ্ক ৪-০-২১-১, শফিউল ৪-০-৩০-১, শহিদুল ৪-০-৩২-১, আমিনুল ৪-০-২৫-১)
খুলনা টাইগার্স: ১৩.৫ ওভারে ১৪৬/২ (শান্ত ৪, গুরবাজ ৫০, রুশো ৬৪*, মুশফিক ২৮*; নাসুম ২-০-১৮-১, নাসির ২-০-১৬-০, রুবেল ৩-০-৩১-০, এমরিট ১-০-১৮-০, মুক্তার ১-০-২০-১, উইলিয়ামস ২.৫-০-২৭-০, এনামুল জুনিয়র ২-০-১৬-০)
ফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাইলি রুশো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.