Sylhet Today 24 PRINT

জাতীয় দলের ফুটবলার ইয়ামিন চৌধুরী মুন্না সংবর্ধিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ও সুরমা বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান ইয়ামিন আহমদ চৌধুরী মুন্নাকে সংবর্ধনা প্রদান করে সুরমা বয়েজ ক্লাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর শাহী ঈদগাস্থ একটি অভিজাত হোটেলে সুরমা বয়েজ ক্লাবের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

সুরমা বয়েজ ক্লাবের সহ সভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য গোলাম জাকারিয়া আহমদ শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সিলেট ক্লাব সমিতির সাধারণ কাজী মিলাদ আহমদ, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমদ নান্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফুটবল খেলায়াড় লায়েক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদ, আব্দুল আহমদ এলিছ, খাইরুজ্জামান মাস্টার, কিবরিয়া আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.