Sylhet Today 24 PRINT

একশ রানও করতে পারল না সিলেট থান্ডার

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট থান্ডার। মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল।

দলকে শুভসূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও জনসন চার্লস। উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলেন তারা। তবে আন্দ্রে রাসেলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে রনি (১৯) ফিরলে হোঁচট খায় সিলেট। সেই রেশ না কাটতেই এই শিবিরে জোড়া আঘাত হানেন অলক কাপালি। ফিরিয়ে দেন অপর ওপেনার জনসন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে (০)।

৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া সিলেট থান্ডারকে টেনে তুলছিলেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। দারুণ খেলছিলেন তারা। বেশ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। তবে হঠাৎ রবি বোপারার বলে থেমে যান মিঠুন। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মোসাদ্দেক। ফেরার আগে দুজনই করেন ২০ রান করে। সেই জের না কাটতেই ফরহাদ রেজার শিকার হন নাজমুল হোসেন মিলন (১০)।

এরপর ফেরত যান নাঈম (১), নাভিন (২), সান্তোকি (০), নাজমুল (০)।

রাজশাহীর পক্ষে অলক কাপালী ৩, রবি বোপারা ও ফরহাদ রেজা ২টি করে এবং আন্দ্রে রাসেল নেন ১টি উইকেট।

সিলেট থান্ডার একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জনসন চার্লস, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, নাঈম হাসান, ক্রিসমান সান্তোকি, জীবন মেন্ডিস ও নাভিন উল হক।

রাজশাহী রয়্যালস : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.