Sylhet Today 24 PRINT

কুমিল্লা ওয়ারিয়র্সকে হারাল ঢাকা প্লাটুন

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

প্রথম ম্যাচে হারের পর দ্বিতয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুন। কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা ২০ রানে।

১৮০ রানের পেছনে ছুটতে গিয়ে ১৬০ রানে থেমে যায় কুমিল্লা। ঢাকার ওপেনার তামিম ৭৪ রান করার পর দলটির পেসার পেরেরা নেন ৫ উইকেট। লঙ্কান ক্রিকেটার ব্যাট হাতে সাতটি চার ও এক ছক্কায় ১৭ বলে ৪২টি রানও করেন।

জবাব দিতে নেমে কুমিল্লা ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারায়। তৃতীয় ওভারে ভানুকা রাজাপাকসেকে (২৯) ফিরিয়ে দেন মাশরাফী। চতুর্থ ওভারে ইয়াসির আলীকে (৩) ফেরান মেহেদী হাসান। তিন নম্বর নেমে সৌম্য সরকার চেষ্টা করেন রানের চাকা সচল রাখার। ২৬ বলে পাঁচ চার, এক ছয়ে ৩৫ রানে থামে তার লড়াই। সাব্বির রহমান (৪) দ্রুত বিদায় নিলে দলটি চাপে পড়ে যায়।

এরপর ডেভিড মালান এবং মাহিদুল ইসলাম লড়াইটা ধরে রাখেন। ১৮তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরার আগে ৩৬ বলে ৪০ রান করেন মালান। মাহিদুল ফেরেন ২৭ বলে ৩৭ করে।

মাশরাফী এদিন সাত বোলার ব্যবহার করেছেন। পেরেরা ৫ উইকেট নিতে খরচ করেন ৩০ রান। মেহেদী হাসান চার ওভারে ২৮ দিয়ে এক উইকেট নেন। মাশরাফী নিজে করেন তিন ওভার। ২৭ রান দিয়ে ফেরান একজনকে। ওয়াহাব রিয়াজ ৩ ওভারে ১৬ দিয়ে নেন দুই উইকেট।

এর আগে ঢাকার হয়ে দারুণ ব্যাট করেন তামিম ইকবাল। তৃতীয় উইকেটে লরি ইভান্সের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন। পঞ্চদশ ওভারে ইভান্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শানাকা। ২ চারে ২৪ বলে ২৩ রান করে আউট হন ইংলিশ ব্যাটসম্যান।

নিজের শেষ ওভারে তামিমকে ফেরান শানাকা। ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রান করেন তামিম। ১৭ বলে ৪২ রানে অপরাজিত থেকে যান পেরেরা। সাতটি চারের সঙ্গে তার ইনিংসে আছে ১টি ছক্কা।

৩৯ রানে ২ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার সৌম্য। ২ উইকেট পান অধিনায়ক শানাকাও। তবে তাকে গুনতে হয়েছে ৪৮ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.