Sylhet Today 24 PRINT

বর্ণবাদী মন্তব্য করে বিপাকে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৯

পাকিস্তানের উঠতি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি বর্ণবাদী এক মন্তব্য করে বিপাকে পড়েছেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের গায়ের রঙ নিয়ে মন্তব্য করায় ওই সাংবাদিক আফ্রিদির বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন।

গত শুক্রবার করাচি টেস্টে ৭৭ রানে ৫ উইকেট পেয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন শাহীন আফ্রিদি। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে এক সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার ওপর একটু আলো ফেলুন তো, যাতে একটু ভালো করে দেখতে পারি।’

শাহীন আফ্রিদির এই মন্তব্যের প্রতিবাদ করেছেন আসগর আলী মুবারক নামের সে সাংবাদিক। শাহীনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন আসগর।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক আসগর। সেখানে বলেছেন, ‘আমি প্রশ্ন করার পরই আফ্রিদি আমার গায়ে আলো ফেলতে বলে যেন সে আমাকে দেখতে পায়। আমি এতে বর্ণবিদ্বেষের গন্ধ পাচ্ছি। কারণ আমার গায়ের রং কৃষ্ণাঙ্গদের মতো। এ মন্তব্য করে শাহীন শাহ আফ্রিদি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছে। সে যদি এ জন্য প্রকাশ্যে ক্ষমা না চায় তবে আমি শাহীন, পাকিস্তান বোর্ড এবং এর সঙ্গে যারা জড়িত সবাইকে আদালতে নেব। কারণ এর আগেও এমন কিছু হওয়ার পর আমি আদালতে নিয়েছি এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেছি। আমরা যদি পাকিস্তানি ক্রিকেটারদের এখনই শিক্ষা না দিই তবে তারা এসব কাজ করতেই থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.