Sylhet Today 24 PRINT

পাকিস্তানে টেস্ট খেলতে বিসিবির ‘না’

স্পোর্টস ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ খেললে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আশা করি তারা (পিসিবি) আমাদের সুবিধা-অসুবিধা বুঝবে।’

আগে থাকতেই বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফ নিরাপত্তাজনিত কারণে এই সফর নিয়ে অনাগ্রহী ছিলেন। তারা পাকিস্তানে না যেতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সফরটি ছোট হলে সেখানে যেতে তাদের আপত্তি নেই। পাপন বলেন, ‘কোচিং স্টাফের বেশির ভাগই যেতে চাচ্ছে না। কজন বলেছে ছোট ট্যুর হলে তারা যেতে রাজি। এ অবস্থায় কী করে লম্বা সফরে যাই।’

কোচিং স্টাফের পাশাপাশি দলের অনেক খেলোয়াড়ও নাকি খেলতে যেতে চাইছেন না এই সফরে। তাদের কথাগুলোও তুলে এনেছেন নাজমুল হাসান পাপন, ‘খেলোয়াড়দের অনেকেই যেতে চাইছে না। তাদের সমস্যা না থাকলেও পরিবারের সমস্যা আছে। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে। তাই সেখানে টেস্ট খেলতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।’

করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের পর পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ জায়গা। যদি কেউ না আসতে চায়, তাহলে তাদের বোঝাতে হবে (পাকিস্তান) কেন অনিরাপদ।’ এমন কথার পর বিসিবি সভাপতির ভাষ্য, ‘এটা ওদের ব্যাপার ওরা কী বলছে, না বলেছে। আমরা আমাদের কাজগুলো করছি। এখনো সরকারি অনুমতি পাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টি-টোয়েন্টিতে যাবো। তারপরও অনেক কাজ আছে। থেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে, সরকারের অনুমোদন নিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.