Sylhet Today 24 PRINT

রেকর্ড ষষ্ঠবার গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

রেকর্ড ছয়বার গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে পরিবারের সঙ্গে রোনালদো। ছবি: টুইটার

দারুণ এক পুরস্কার দিয়েই ২০১৯ সাল শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ষষ্ঠবারের মতো দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তারকা এই ফরোয়ার্ড।

দুবাইয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রোবরার রোনালদোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটির নয়বারের ইতিহাসে ছয়বারই সেরা খেলোয়াড় হলেন পর্তুগিজ এই ফুটবলার। এবার নিয়ে ছয়বার পুরস্কারটি জিতলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার!

রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই গেল বছর জেতেন সেরি আ শিরোপা। পর্তুগালের উয়েফা নেশন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এসব পারফরম্যান্সের কারণেই এবারও গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ধরে রাখলেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।

পুরস্কারটি জয়ের পর রোনালদো বলেন, “আমি আমার পরিবার, গার্লফ্রেন্ড, আমার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র, আমার তিন বাচ্চাকে ধন্যবাদ দিতে চাই। তারা সবাই হোটেলে আমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ আমার বন্ধু-বান্ধবকে, জুভেন্টাস ও জাতীয় দলে সতীর্থদের, আমার এজেন্টকে এবং এই অনুষ্ঠানে আগত সবাইকে যারা আমাকে সমর্থন জানিয়েছেন।”

“যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে আসতে পারা এবং পুরস্কার গ্রহণ করাটা অনেক সম্মানের। আমি আশা করি, আগামী বছরও এই পুরস্কার গ্রহণ করব, অবশ্যই। সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ।”

সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পর্তুগালের ‘নতুন রোনালদো’ হিসেবে পরিচিতি পাওয়া আতলেতিকো মাদ্রিদের ২০ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। সেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.