Sylhet Today 24 PRINT

সাম্বা ডি’অর জিতলেন অ্যালিসন

স্পোর্টস ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২০

প্রথম গোলরক্ষক হিসেবে ব্রাজিলের সাম্বা ডি’অর জিতেছেন অ্যালিসন বেকার। এই পুরস্কার জয়ের পথে ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো এবং পিএসজি তারকা নেইমারকে হারিয়েছেন লিভারপুলের এই গোলরক্ষক।

ইউরোপিয় লিগে খেলেন এমন সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে প্রতি বছর সাম্বা ডি’অর বা সাম্বা গোল্ড পুরস্কার দেওয়া হয়। এবার লিভারপুল গোলরক্ষক ৩৫.৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ফিরমিনো পেয়েছেন ২৩.৪৮ শতাংশ ভোট।

২০১৯ সালে অ্যালিসন ইউরোপিয় ক্লাব ফুটবলের তিনটি শিরোপা জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি। যদিও ইনজুরির কারণে সুপার কাপের ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামতে পারেননি।

এরআগে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই ২১টি ক্লিন শিটের কারণে গোল্ডেন গ্লোভ পুরস্কার জিতেছিলেন ২৭ বছর বয়সী অ্যালিসন। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা বঞ্চিত হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

তবে এবার দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ১ ম্যাচ কম খেলেই ১৩ পয়েন্টে এগিয়ে আছে অল রেডসরা। ফলে আরও একবার সাম্বা ডি’অর জেতার হাতছানি অপেক্ষা করছে অ্যালিসনের সামনে।

অ্যালিসন ও ফিরমিনোর পরের স্থানে আছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার থিয়েগো সিলভা। চতুর্থ স্থানটি দখল করেছেন লিভারপুলেরই মিডফিল্ডার ফ্যাবিনহো।

তিনবারের বিজয়ী নেইমার এবার ঘরের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় অংশ নিতে পারেননি। ফলে দল সাফল্য পেলেও তা তার নামের পাশে যুক্ত হয়নি। এর প্রভাব পড়েছে ভোটেও। পঞ্চম স্থানে থাকা এই ফরোয়ার্ড ভোট পেয়েছেন ৭.৫৭ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.