Sylhet Today 24 PRINT

বার্সার বিদায়, ফাইনালে রিয়ালের মুখোমুখি আতলেতিকো

স্প্যানিশ সুপার কোপা

স্পোর্টস ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২০

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে ওঠেছে আতলেতিকো মাদ্রিদ। সেমিফাইনালে আতলেতিকো হারিয়েছে বার্সেলোনাকে।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে এরনেস্তো ভালভেরদের দলকে হারায় দিয়েগো সিমেওনের দল।

আগামী ১২ জানুয়ারির ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। বুধবার প্রথম সেমিফাইনালে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই কোকের গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। এঞ্জেল কোররেয়ার ডি-বক্সে বাড়ানো বল ধরে দ্বিতীয় ছোঁয়ায় নিচু শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে।

অবশ্য সমতায় ফিরতে দেরি হয়নি বার্সেলোনার। ম্যাচের ৫১তম মিনিটে লিওনেল মেসি সমতায় ফেরান দলকে।

৬২তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়েও যায় বার্সা। তবে শেষের দিকে ঘুরে দাঁড়ায় আতলেতিকো মাদ্রিদ। পাঁচ মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে দারুণ এক জয়ে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে ওঠে আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের ৮১তম মিনিটে আলভারো মোরাতার সফল স্পটকিকে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। পাল্টা আক্রমণে একা ডি-বক্সে ঢুকে পড়া ভিতোলোকে ঠেকাতে গিয়ে গোলরক্ষক নেতো ফাউল করে বসলে পেনাল্টি পায় সিমেওনের দল। বার্সা গোলরক্ষক নেতো দেখেন হলুদ কার্ডও।

৮৬তম মিনিটে এঞ্জেল কোররেয়ার গোলে সুপার কোপা থেকে বিদায় নিশ্চিত হয় বার্সেলোনার। মাঝমাঠের কাছ থেকে বল ধরে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নেতো বলে হাত লাগালেও রুখতে পারেননি, আর এই গোলে ফাইনালে পৌঁছায় আতলেতিকো মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.