Sylhet Today 24 PRINT

নেইমারের জোড়া গোল, তবু জয়বঞ্চিত পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

ছবি: টুইটার

লিগ ওয়ানের রোববার রাতের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

ম্যাচের তৃতীয় মিনিটেই নেইমারের নৈপুণ্যে গোল পেয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জোরালো শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানায় পাঠান নেইমার।

চার মিনিট পরই মোনাকোর হয়ে সমতা টানেন জেলসন মার্তিন্স। বেন ইয়েদেরকে ঠেকাতে ছুটে যান গোলরক্ষক কেইলর নাভাস। সেই সুযোগে আলগা বল অনায়াসে ফাঁকা জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

ত্রয়োদশ মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদেরের গোলে এগিয়েও যায় মোনাকো। কিন্তু তারাও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ২৪তম মিনিটে নেইমারের শট মোনাকোর ডিফেন্ডার বালো-তরের গায়ে লেগে ভিতরে ঢোকে।

৪২তম মিনিটে নেইমারের স্পট কিকে আবারও এগিয়ে যায় শিরোপাধারীরা। ডি-বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১০টি।

৭০তম মিনিটে স্কোরলাইন ৩-৩ করে পিএসজিকে স্তব্ধ করে দেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান্স। তবে দীর্ঘক্ষণ ভিএআর চেক করে গোলের বাঁশি বাজান রেফারি।

১৯ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের অর্জন ২০ ম্যাচে ৪১ পয়েন্ট। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে মোনাকো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.