Sylhet Today 24 PRINT

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে বৈঠকে বসছেন দুই বোর্ড প্রধান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল রোববার বিসিবি সভায়। কিন্তু তা হয়নি।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দেন, পাকিস্তান সফর নিয়ে তারা আগের অবস্থানেই আছেন। টেস্ট খেলতে পাকিস্তানে যাবে না বাংলাদেশ দল। স্বল্প সময়ের মধ্যে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরতে চায় বাংলাদেশ।

বিসিবির ঘোষণার পর সোমবার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফর নিয়ে এ সপ্তাহে দুবাইয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। দুবাইয়ে আইসিসি সভার ফাঁকে কথা বলবেন তারা। এরপরই পিসিবি এ ব্যাপারে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

পিসিবি আগে থেকেই বলে আসছে, দুই ফরম্যাটের সিরিজই তারা নিজেদের দেশে আয়োজন করতে চায়। ফলে বাংলাদেশের পাকিস্তান সফর ঝুলে আছে অনেক দিন ধরেই। দুবাইয়ে দুই বোর্ড প্রধানের বৈঠকে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আইসিসি সভায় যোগ দিতে সোমবারই দুবাই যাওয়ার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসানের। সেখানে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গেও পাকিস্তান সফর নিয়ে আলোচনা হতে পারে বলে আগের দিন জানিয়েছিলেন বোর্ড প্রধান।

‘আমি কাল (সোমবার) দুবাই যাচ্ছি। সেখানে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর আছেন। উনি আমাকে বলেছেন ওই সময়টায় তার সঙ্গে যেন দেখা করি। পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা হতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ যদি আমরা না খেলি, কী হতে পারে, সেই বিষয়ে অবশ্যই জানা যাবে’- বলেন নাজমুল হাসান।

সূচি অনুযায়ী পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সফরটা সংক্ষিপ্ত করতে চায় বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.