Sylhet Today 24 PRINT

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২০

ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান ছিল বেন স্টোকসের। অ্যাশেজে হেডিংলি টেস্টেও খেলেছেন সর্বকালের অন্যতম সেরা ইনিংস। এমন সাফল্যের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

এর ফলে আইসিসির সবচেয়ে বড় পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ফাইনালে বাকিরা যেখানে ছিলেন ব্যর্থ। মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে অপরাজিত ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন স্টোকস। এই ইনিংসের কল্যাণেই সুপার ওভারে পৌঁছাতে পারে ইংল্যান্ড। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে স্টোকস ২০টি ওয়ানডে খেলে ৭১৯ রান ও ১২ উইকেট নিয়েছেন। টেস্টেও সমানভাবে অবদান রেখেছেন এই সময়ে। ১১ টেস্টে ৮২১ রানের পাশাপাশি নিয়েছেন ২২টি উইকেট।

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। ওয়ানডের বর্ষসেরা পুরস্কার গেছে ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার হাতে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টির বর্ষসেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ভারতের পেসার দীপক চাহার।

টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়ানো মার্নাস লাবুশেন পেয়েছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

গত বছর বর্ষসেরা ক্রিকেটারসহ তিন বিভাগে সেরা হওয়া কোহলি জিতেছেন স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড। বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবার সময় দুয়ো শুনছিলেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। সেই সময়ই ক্রিকেটীয় চেতনায় উদ্বুদ্ধ কোহলি সবাইকে চুপ হওয়ার ইঙ্গিত করে বাহবা কুঁড়িয়েছিলেন।

একই সঙ্গে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে আইসিসি। দুটি দলেরই অধিনায়ক বিরাট কোহলি। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের।

আইসিসির বর্ষ সেরা ২০১৯:
বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস (ইংল্যান্ড), বর্ষসেরা টেস্ট ক্রিকেটার-প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- রোহিত শর্মা (ভারত), বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স- দীপক চাহার (৭/৬ বাংলাদেশের বিপক্ষে), উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার- মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)।

সহযোগী দেশের বর্ষসেরা- কাইল কোয়েটজার (স্কটল্যান্ড), স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- বিরাট কোহলি, বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড উইলিংওর্থ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.