Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়ই রয়েছে সেখানে। তবে দুটি পরিবর্তন এসেছে। স্কোয়াডে যোগ হয়েছেন অফ স্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফ।

দুই বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন অফ স্পিনার বিলাল। ২০১৮ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।

বাংলাদেশ দলের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকায় ৫ টেস্ট খেলা ৩৪ বছর বয়সী স্পিনারকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাক কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক।

এদিকে গত বছরের জানুয়ারিতে শেষ টেস্ট খেলেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। এ দুজনের সংযুক্তিতে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি ও বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি।

পাকিস্তানের মাটিতে নিরাপত্তার কারণে দুই ধাপে গিয়ে খেলবে দুটি টেস্ট খেলব বাংলাদেশ। প্রথমটি ৭ থেকে ১১ ফেব্রুয়ারি হবে রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.