Sylhet Today 24 PRINT

এটা কেবল আমাদের শুরু, বললেন বিশ্বজয়ী আকবর

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

ছবি: এএফপি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববারের সেই ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমবার আইসিসির কোন ইভেন্টে বাংলাদেশ জিতেছে শিরোপা। দলের দারুণ এই জয়ের পেছনে অধিনায়ক আকবর আলী, ওপেনার পারভেজ ইমনরা দারুণ অবদান রেখেছেন। পেসাররা করেছেন দুর্দান্ত। এছাড়া অসাধারণ ফিল্ডিং করেছেন যুবারা।

তবে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক আকবর আলী। তিনি ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। পারভেজ ইমন এবং পরে রাকিবুলকে নিয়ে দারুণ জুটি গড়ে দেশকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নের তকমা। ম্যাচ শেষে ফাইনাল সেরা ক্রিকেটার হওয়া আকবর আলী বলেন, তাদের পরিকল্পনা ছিল খুবই সোজা। কোন উইকেট দেওয়া যাবে না।

আকবর বলেন, ‘আমি যখন মিডল অর্ডারে ব্যাট করতে আসি তখন দলের দরকার ছিল জুটি। আমি আমার সঙ্গে থাকা ব্যাটসম্যানকে বলি, তাদের উইকেট দেওয়া যাবে না। আমাদের পরিকল্পনা ছিল খুবই সহজ। আমরা জানতাম ভারত সহজে ছাড়বে না। তবে আমি চেয়েছিলাম দিনটা আমাদের করে নিতে।’

আর চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অধিনায়ক বলেন, ‘স্বপ্ন পূরণ হয়েছে। আমরা দুই বছর অনেক পরিশ্রম করেছি। এটা তারই ফল। আমি কোচ, সহকারী কোচ, ট্রেনারদের কৃতিত্ব দেব। তারা আমাদের জন্য যতটা পরিশ্রম করেছেন তা বলে বোঝানো যাবে না।’

বিশ্বকাপ জয় দলের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন আকবর। তার মতে, ‘এটা কেবল আমাদের শুরু।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.